কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।
শ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
৪২ মিনিট আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসেও গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিনস লিমিটেডের কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগেজমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে