কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলালপাড়ায় রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের নাম মুহাম্মদ তারেক। তিনি ধুরুং বাজারের দক্ষিণ পাশে মুছা সিকদারপাড়ার মৃত আবু তাহেরের ছেলে ও পেশায় সিলিন্ডার গ্যাস বিক্রেতা।
নিহত তারেকের স্ত্রী সেলিনা আক্তার জানান, গতকার মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর স্বামীর সঙ্গে মোবাইলে কথা হয়। ঘরে বাজার নিয়ে আসার কথা ছিল। দোকানে নিয়মিত সিএনজিচালক মিজানসহ কয়েক বন্ধুর সঙ্গে মোবাইলে ক্যাসিনো বিট খেলতেন।
তিনি আরও জানান, মগলালপাড়ার পাশে কুইল্যারপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার জেরে গতকাল কৌশলে তারেককে দাওয়াতের কথা বলে নিয়ে যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে ভোরে রাস্তায় লাশ পড়ে থাকার খবর পান। তাঁদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে এবং স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার বলেন, ‘বাজারের সিসি টিভির ফুটেজ দেখা যায়, তারেক রাত ৯টা ৪৫ মিনিটে দোকান বন্ধ করে বাজারের পূর্ব দিকে চলে যান। সকালে খবর পাই তারেকের মরদেহ মগলালপাড়ায় পড়ে আছে। যারা তারেকের হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রামপ্রসাদ ভক্ত জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
কক্সবাজারের কুতুবদিয়ায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলালপাড়ায় রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহতের নাম মুহাম্মদ তারেক। তিনি ধুরুং বাজারের দক্ষিণ পাশে মুছা সিকদারপাড়ার মৃত আবু তাহেরের ছেলে ও পেশায় সিলিন্ডার গ্যাস বিক্রেতা।
নিহত তারেকের স্ত্রী সেলিনা আক্তার জানান, গতকার মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর স্বামীর সঙ্গে মোবাইলে কথা হয়। ঘরে বাজার নিয়ে আসার কথা ছিল। দোকানে নিয়মিত সিএনজিচালক মিজানসহ কয়েক বন্ধুর সঙ্গে মোবাইলে ক্যাসিনো বিট খেলতেন।
তিনি আরও জানান, মগলালপাড়ার পাশে কুইল্যারপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার জেরে গতকাল কৌশলে তারেককে দাওয়াতের কথা বলে নিয়ে যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে ভোরে রাস্তায় লাশ পড়ে থাকার খবর পান। তাঁদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে এবং স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার বলেন, ‘বাজারের সিসি টিভির ফুটেজ দেখা যায়, তারেক রাত ৯টা ৪৫ মিনিটে দোকান বন্ধ করে বাজারের পূর্ব দিকে চলে যান। সকালে খবর পাই তারেকের মরদেহ মগলালপাড়ায় পড়ে আছে। যারা তারেকের হত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রামপ্রসাদ ভক্ত জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে