Ajker Patrika

বিদ্যুতে ঝলসে স্কুলছাত্র হাসপাতালে, ‘স্ট্রোক করে’ সৌদি আরবে বাবার মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮: ৫২
বিদ্যুতে ঝলসে স্কুলছাত্র হাসপাতালে, ‘স্ট্রোক করে’ সৌদি আরবে বাবার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি শো-রুম উদ্বোধনে আসা ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় সপ্তম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম নীরবের (১৫)। এই খবরে একাধিকবার স্ট্রোক করার পর তার সৌদিপ্রবাসী বাবা জসিম উদ্দিন ছুক্কুর (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সৌদি আরব সময় দুপুরে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাহিদুল ইসলাম নীরবের খালাতো ভাই রাহিম মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৭ মে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে হারলেন কসমেটিকসের শো-রুম উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁকে একনজর দেখতে বাজারের মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় উঠেছিল জাহিদুল ইসলাম নীরব। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সে এখনো সেখানে চিকিৎসাধীন।

রাহিম মজুমদার আরও বলেন, জাহিদুল ইসলাম নীরবের বাড়ি উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে। দুর্ঘটনার পর ইতিমধ্যে তার কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন সেখানে ভর্তি থাকতে হবে। ছেলের চিকিৎসা ব্যয়বহুল। এ জন্য টাকা জোগাড় করতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। এই দুশ্চিন্তায় তার বাবা জসিম উদ্দিন ছুক্কু সৌদি আরবে একাধিকবার স্ট্রোক করেন।

এলাকাবাসী জানায়, গত ৭ মে নীরবের দুর্ঘটনার খবর শুনে তার বাবা জসিম উদ্দিন ছুক্কু সৌদি আরবে স্ট্রোক করেন। এরপর গত ৯ জুন ছেলের অপারেশনের খবর শুনে তিনি আবারও স্ট্রোক করেন। ২৫ জুন আরও একবার নীরবের অপারেশনের সংবাদ পান তিনি। গতকাল মঙ্গলবার সৌদি আরব সময় দুপুরে নিজ কর্মস্থলে জসিম উদ্দিন ছুক্কু আবারও স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি ১৮ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। ছেলের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তার কারণেই তাঁর উপর্যুপরি স্ট্রোক হয় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চৌদ্দগ্রামের হারলেন শো-রুমের এজেন্ট রাসেল হায়দার বলেন, ‘হারলেনের পক্ষ থেকে নীরবের চিকিৎসার খরচ বহন করা হবে। চিকিৎসা শেষে বিল করে জমা দিলে সেই বিল পরিশোধ করা হবে।’

কনকাপৈত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি স্কুলছাত্রের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করব। হারলেন কসমেটিকস কর্তৃপক্ষের সঙ্গে এ পরিবারের বিষয়ে যোগাযোগ করব এবং তার বাবার লাশ দেশে আনার ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্র ঝলসে যাওয়ার বিষয়ে কেউ লিখিতভাবে জানালে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা করা যেত। এখনো কেউ লিখিতভাবে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। সৌদি আরবে মারা যাওয়া স্কুলছাত্রের বাবার লাশ দেশে আনতে সার্বিক সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত