কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এর আগে, গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে ওই তরণী হোটেলে আসেন এবং একা কক্ষে ওঠেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার বা ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মী পলাতক আছেন।
হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা জেসমিন আক্তার (২৫)। ঠিকানা উল্লেখ করা আছে, রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরীর মেয়ে। হোটেল সি গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাতে হোটেল কর্তৃপক্ষ ২০২ নম্বর কক্ষে এক তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা সঠিক কি না পুলিশ নিশ্চিত নয়। ঘটনার পর থেকে হোটেলের ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পলাতক রয়েছেন।
মো. মিজানুর রহমান আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
হোটেল সি গাজীপুরের মালিক আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মী ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেলে আসেন এবং ২০২ নম্বর কক্ষে একা ওঠেন।
আব্দুল জব্বার আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ মোবাইল ফোনে তাঁকে জানান, সে (ফোরকান) অসুস্থতাবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তাঁর (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর ফোরকান আবারও ফোন করে জানান, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।’
ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হোটেল ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পালিয়ে যান বলে জানান আব্দুল জব্বার।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এর আগে, গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে ওই তরণী হোটেলে আসেন এবং একা কক্ষে ওঠেন। পুলিশ জানায়, ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার বা ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মী পলাতক আছেন।
হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম লেখা জেসমিন আক্তার (২৫)। ঠিকানা উল্লেখ করা আছে, রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরীর মেয়ে। হোটেল সি গাজীপুরের ২০২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাতে হোটেল কর্তৃপক্ষ ২০২ নম্বর কক্ষে এক তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষে ফ্যানের সঙ্গে ওড়নায় প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।
হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা সঠিক কি না পুলিশ নিশ্চিত নয়। ঘটনার পর থেকে হোটেলের ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পলাতক রয়েছেন।
মো. মিজানুর রহমান আরও বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
হোটেল সি গাজীপুরের মালিক আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে হোটেলের নিরাপত্তাকর্মী ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেলে আসেন এবং ২০২ নম্বর কক্ষে একা ওঠেন।
আব্দুল জব্বার আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ মোবাইল ফোনে তাঁকে জানান, সে (ফোরকান) অসুস্থতাবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তাঁর (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর ফোরকান আবারও ফোন করে জানান, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।’
ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হোটেল ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নিরাপত্তাকর্মী ফোরকান আহমদ পালিয়ে যান বলে জানান আব্দুল জব্বার।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে