নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে নির্মিত দেয়াল গুঁড়িয়ে দিয়েছেন নগরীর কাট্টলী এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
আজ শনিবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। পাহাড় কেটে দেয়াল নির্মাণ করছিলেন স্থানীয় কাউন্সিল জহুরুল আলম জসিম (৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড)।
অভিযানের খবর পেয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম ছুটে গিয়ে গরুর খামার নির্মাণ করছেন বলে জানান। তখন ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাউন্সিলরের বাদানুবাদ হওয়ার কথা স্থানীয় বাসিন্দারা জানালেও আদালত পরিচালনাকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত হতে জহুরুল আলম জসিমকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। অভিযানকালে নির্মিত দেয়াল ও স্থাপনার স্ট্রাকচার ভেঙে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮ নম্বর দাগে এশিয়ান ইউনিভার্সিটির পেছনে পাহাড়ের খাঁড়া ঢালু অংশ কাটা হয়। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় গরুর খামার নির্মাণ করছিল স্থানীয় একটি চক্র। এতে যেকোনো সময় পাহাড় ধসে ও দেয়াল ভেঙে প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়। এ কারণে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। অনেককেই জেল-জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানে ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি জায়গার মালিকসহ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইন ও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ, গত ২৬ জানুয়ারি নগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় খাল দখল ও পাহাড় কাটা স্থান পরিদর্শনে গিয়ে হামলা শিকার হন সৈয়দা রিজওয়ানা হাসানসহ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সদস্যরা। তখন কাউন্সিলর জহুরুল আলম জসিমের লোকজন তাঁদের আটকে রেখে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান।
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে নির্মিত দেয়াল গুঁড়িয়ে দিয়েছেন নগরীর কাট্টলী এলাকার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
আজ শনিবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। পাহাড় কেটে দেয়াল নির্মাণ করছিলেন স্থানীয় কাউন্সিল জহুরুল আলম জসিম (৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড)।
অভিযানের খবর পেয়ে কাউন্সিলর জহুরুল আলম জসিম ছুটে গিয়ে গরুর খামার নির্মাণ করছেন বলে জানান। তখন ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাউন্সিলরের বাদানুবাদ হওয়ার কথা স্থানীয় বাসিন্দারা জানালেও আদালত পরিচালনাকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত হতে জহুরুল আলম জসিমকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। অভিযানকালে নির্মিত দেয়াল ও স্থাপনার স্ট্রাকচার ভেঙে ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮ নম্বর দাগে এশিয়ান ইউনিভার্সিটির পেছনে পাহাড়ের খাঁড়া ঢালু অংশ কাটা হয়। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় গরুর খামার নির্মাণ করছিল স্থানীয় একটি চক্র। এতে যেকোনো সময় পাহাড় ধসে ও দেয়াল ভেঙে প্রাণহানির আশঙ্কা সৃষ্টি হয়। এ কারণে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। অনেককেই জেল-জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযানে ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি জায়গার মালিকসহ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইন ও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ, গত ২৬ জানুয়ারি নগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারিবাগান এলাকায় খাল দখল ও পাহাড় কাটা স্থান পরিদর্শনে গিয়ে হামলা শিকার হন সৈয়দা রিজওয়ানা হাসানসহ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সদস্যরা। তখন কাউন্সিলর জহুরুল আলম জসিমের লোকজন তাঁদের আটকে রেখে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩১ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪১ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে