Ajker Patrika

কুবির প্রক্টরিয়াল বডি ও ২ আবাসিক শিক্ষকের পদত্যাগ

কুবি প্রতিনিধি
কুবির প্রক্টরিয়াল বডি ও ২ আবাসিক শিক্ষকের পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি ও দুই হলের দুজন হাউস টিউটর পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর-মো. জাহিদ হাসান, অমিত দত্ত, আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা গতকাল সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন। 

এ ছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউস টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান। 

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুক চৌধুরী বলেন, ‘আমি প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউস টিউটরের পদত্যাগপত্র পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত