মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবি জানান তারা। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেন। এর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছেন। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ করা এবং ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারণের জোর দাবি জানাই।
ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ‘ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনোমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকেল ৩টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’
মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়ামসহ স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ।
খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবি জানান তারা। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেন। এর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছেন। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ করা এবং ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারণের জোর দাবি জানাই।
ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ‘ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনোমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকেল ৩টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’
মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়ামসহ স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে