Ajker Patrika

বিনা নোটিশে উচ্ছেদ অভিযান, ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বিনা নোটিশে উচ্ছেদ অভিযান, ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবি জানান তারা। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেন। এর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছেন। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ করা এবং ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারণের জোর দাবি জানাই।

ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ‘ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনোমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকেল ৩টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’

মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। 

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়ামসহ স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত