Ajker Patrika

ঘূর্ণিঝড় মিধিলি: জাহাজ ডুবির ২ দিন পর সীতাকুণ্ডের উপকূলে মিলল যুবকের লাশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলি: জাহাজ ডুবির ২ দিন পর সীতাকুণ্ডের উপকূলে মিলল যুবকের লাশ

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজের দু’দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার কুমিরা ইউনিয়নের সাগরের উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত এমদাদুল হক রাসেল (২২) পণ্যবাহী ওই জাহাজের কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার রায়কোট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

নিহতের ভাই অহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে হাতিয়া সাগর উপকূল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যায়। এ সময় তাঁর ভাইও সাগরের পানিতে ডুবে নিখোঁজ। এ ঘটনার পর ভাইয়ের মরদেহ খুঁজে পেতে উপকূলের বিভিন্ন এলাকায় ছুটোছুটি করেন তিনি। নিখোঁজের দু’দিন পর আজ সীতাকুণ্ডের উপকূলে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পড়নে থাকা পোশাক দেখে মরদেহটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন তিনি। 

কুমিরা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এই সময় তাঁরা বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থলে পৌঁছে গাউছিয়া কমিটির সহায়তায় লাশটি উদ্ধার করেছি। পরে নিহতের ভাই এসে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত