Ajker Patrika

কাউখালীর শিয়ালকাঠিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১২: ০১
কাউখালীর শিয়ালকাঠিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকার মতো পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা মোল্লাবাড়ী নামক স্থানে আহলে হাদিসের নিজস্ব মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই হিসাবে আজ শুক্রবার বাংলাদেশের আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের উদ্যোগ গ্রহণ করেন।

মোল্লাবাড়ী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নির্ধারিত ইমাম মহিউদ্দিন পান্না শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মুসল্লির উপস্থিতিতে আমার ইমামতিতে ঈদের নামাজ আদায় হয়েছে।’

কয়েক যুগ ধরে ‘এক দুনিয়া এক চাঁদ’ এমন বিষয় সামনে রেখে আহলে হাদিসের অনুসারীরা এই নিয়ম চালু করেন। যা দিনে দিনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং এদের অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।

অন্যদিকে দেশের আকাশে কোথাও গতকাল বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। শুক্রবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত।

শিয়ালকাঠি ইউনিয়নের আহলে হাদিস অনুসারী রফিকুল ইসলামের রাঢ়ী আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবে চাঁদ দেখা গেছে এমন খবরে নিশ্চিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবছরের মতো এ বছর উপস্থিত হয়েছি। যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেই খবর পাওয়ার পরেই আহলে হাদিসের অনুসারীরা ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। উপজেলার শতাধিক মুসল্লি আজ আমাদের সঙ্গে এই মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত