ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় মো. ইয়ামিন (১৮) নামের এক দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৪ জুন) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. প্রিন্স (৩৫) পলাতক।
এ ঘটনায় ইয়ামিনের মা লিপি বেগম ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ইয়ামিন সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পালবাড়ি এলাকার সোলায়মান হাওলাদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পালবাড়ি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে মো. প্রিন্স এলাকায় উচ্ছৃঙ্খল ব্যক্তি হিসেবে পরিচিত। প্রিন্সের বাসার সামনে ইয়ামিন ছোট একটি পান-সিগারেটের দোকান চালান। প্রিন্স তাঁর দোকানে প্রায়ই সিগারেট বাকি নিতেন। শুক্রবার বিকেলে প্রিন্স ইয়ামিনের কাছে সিগারেট বাকি চান। ইয়ামিন আগের ২১ টাকা না দিলে বাকি দেবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্স ধারালো ছুরি দিয়ে ইয়ামিনের বাঁ হাত কুপিয়ে জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে ইয়ামিনের বাবা সোলায়মান হাওলাদারকেও পিটিয়ে আহত করেন প্রিন্স।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ইয়ামিনের বাঁ হাতে প্রায় ১৩টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ঝালকাঠি সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় মো. ইয়ামিন (১৮) নামের এক দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৪ জুন) বিকেলে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মো. প্রিন্স (৩৫) পলাতক।
এ ঘটনায় ইয়ামিনের মা লিপি বেগম ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ইয়ামিন সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পালবাড়ি এলাকার সোলায়মান হাওলাদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পালবাড়ি এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে মো. প্রিন্স এলাকায় উচ্ছৃঙ্খল ব্যক্তি হিসেবে পরিচিত। প্রিন্সের বাসার সামনে ইয়ামিন ছোট একটি পান-সিগারেটের দোকান চালান। প্রিন্স তাঁর দোকানে প্রায়ই সিগারেট বাকি নিতেন। শুক্রবার বিকেলে প্রিন্স ইয়ামিনের কাছে সিগারেট বাকি চান। ইয়ামিন আগের ২১ টাকা না দিলে বাকি দেবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্স ধারালো ছুরি দিয়ে ইয়ামিনের বাঁ হাত কুপিয়ে জখম করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে ইয়ামিনের বাবা সোলায়মান হাওলাদারকেও পিটিয়ে আহত করেন প্রিন্স।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ইয়ামিনের বাঁ হাতে প্রায় ১৩টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ঝালকাঠি সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১০ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে