Ajker Patrika

পিরোজপুরে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘিরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ওই যুবলীগ নেতার নাম ফয়সাল মাহাবুব শুভ। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচারণা শেষে শহরে ফিরছিলেন ফয়সাল মাহবুব শুভসহ দলীয় নেতা–কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের লোকজনের সঙ্গে মল্লিকবাড়ি স্ট্যান্ডের রাস্তায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। 

সংঘর্ষ চলাকালে নাসির উদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। 

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা বলেন, ‘আমরা গুরুতর আহত দুজন রোগী পাই। তাদের মধ্যে ফয়সাল মাহাবুব শুভর কাঁধের নিচে একটি জখমের চিহ্ন দেখতে পাই। গভীর ক্ষত থেকে অনেক ব্লিডিং হয়েছে। রোগীর প্রেশার, পালস অনেক বেশি ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।’ 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহিংসতার ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

এ বিষয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত