নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ২৮৮টি প্লটের লটারি গ্রহণ এবং মাস্টার প্ল্যান ও নকশা প্রকাশে আইনের ব্যত্যয় ঘটায় বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্টের যৌথ বেঞ্চ গত ২৯ আগস্ট এ আদেশ দেন। প্রকল্প সংলগ্ন ৬ জন ভুক্তভোগীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ৬ জন ভুক্তভোগীর রিট দায়েরের কারণে হাইকোর্টের যৌথ বেঞ্চ গত বছরের ৮ মার্চ বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ৪ জনের ওপর রুল জারি করেন। রুলে প্রকল্প গ্রহণে মাস্টার প্ল্যান, ডিজাইন এবং স্থানীয়দের অবগত করার ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়।
কিন্তু এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় বিচারপতি জাফর আহমেদ এবং মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ ফের চলতি বছরের ২৯ মার্চ আর একটি রুল জারি করে প্লট বরাদ্দে লটারি গ্রহণ কেন আইন অনুযায়ী করা হয়নি তা বিসিসির কাছে জানতে চান। করপোরেশন তাতেও কর্ণপাত না করায় একই বেঞ্চ এর বিচারপতিগণ গত ২৯ আগস্ট পূর্বের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
রিট আবেদনকারীদের একজন দেলোয়ার হোসাইন বলেন, আদালতের আদেশ অমান্য করে সিটি করপোরেশন প্রকল্পের কাজ চলমান রাখলে তারা ২ বার হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চান। সবশেষ ওই রিটের বিপরীতে আদালত কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
স্থানীয় ভুক্তভোগী শাজাহান সিরাজ বলেন, কাউনিয়া আবাসিক প্রকল্প-২ দুটি ভাগে বিভক্ত। একাংশ আরজুমনি স্কুলের পাশে প্রায় ৮ একর এবং অপর পাশ কাউনিয়া স্কুলের প্রায় ৩ একর। মোট ১১ একর জমিতে ২৮৮টি প্লট করে সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাদ্দ দিয়েছেন। কিন্তু ষাটের দশকে এই জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করে, প্লট বরাদ্দকালে তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং প্লটগুলো মুখচেনা লোকদের অনিয়ম করে বরাদ্দ দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তবে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন বলেন, ‘কাউনিয়া আবাসিক প্রকল্পের বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থার কোনো আদেশ তিনি পাননি। প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। সেখানে কার্যক্রম চলমান রয়েছে।’
এ ব্যাপারে বিসিসির নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশ সবারই মানতে হবে। আবাসিক প্রকল্পটির জমি অধিগ্রহণ এবং বণ্টনে অনিয়ম হয়েছে কি না তা তিনি দায়িত্ব গ্রহণের পর খতিয়ে দেখবেন। মেয়র বলেন, নিয়ম অনুযায়ী যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে প্লট বরাদ্দে তাদের অগ্রাধিকার দিতে হবে। নগরবাসী এ ক্ষেত্রে যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ২৮৮টি প্লটের লটারি গ্রহণ এবং মাস্টার প্ল্যান ও নকশা প্রকাশে আইনের ব্যত্যয় ঘটায় বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্টের যৌথ বেঞ্চ গত ২৯ আগস্ট এ আদেশ দেন। প্রকল্প সংলগ্ন ৬ জন ভুক্তভোগীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ৬ জন ভুক্তভোগীর রিট দায়েরের কারণে হাইকোর্টের যৌথ বেঞ্চ গত বছরের ৮ মার্চ বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ৪ জনের ওপর রুল জারি করেন। রুলে প্রকল্প গ্রহণে মাস্টার প্ল্যান, ডিজাইন এবং স্থানীয়দের অবগত করার ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়।
কিন্তু এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় বিচারপতি জাফর আহমেদ এবং মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ ফের চলতি বছরের ২৯ মার্চ আর একটি রুল জারি করে প্লট বরাদ্দে লটারি গ্রহণ কেন আইন অনুযায়ী করা হয়নি তা বিসিসির কাছে জানতে চান। করপোরেশন তাতেও কর্ণপাত না করায় একই বেঞ্চ এর বিচারপতিগণ গত ২৯ আগস্ট পূর্বের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
রিট আবেদনকারীদের একজন দেলোয়ার হোসাইন বলেন, আদালতের আদেশ অমান্য করে সিটি করপোরেশন প্রকল্পের কাজ চলমান রাখলে তারা ২ বার হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চান। সবশেষ ওই রিটের বিপরীতে আদালত কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
স্থানীয় ভুক্তভোগী শাজাহান সিরাজ বলেন, কাউনিয়া আবাসিক প্রকল্প-২ দুটি ভাগে বিভক্ত। একাংশ আরজুমনি স্কুলের পাশে প্রায় ৮ একর এবং অপর পাশ কাউনিয়া স্কুলের প্রায় ৩ একর। মোট ১১ একর জমিতে ২৮৮টি প্লট করে সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাদ্দ দিয়েছেন। কিন্তু ষাটের দশকে এই জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করে, প্লট বরাদ্দকালে তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং প্লটগুলো মুখচেনা লোকদের অনিয়ম করে বরাদ্দ দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তবে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন বলেন, ‘কাউনিয়া আবাসিক প্রকল্পের বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থার কোনো আদেশ তিনি পাননি। প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। সেখানে কার্যক্রম চলমান রয়েছে।’
এ ব্যাপারে বিসিসির নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশ সবারই মানতে হবে। আবাসিক প্রকল্পটির জমি অধিগ্রহণ এবং বণ্টনে অনিয়ম হয়েছে কি না তা তিনি দায়িত্ব গ্রহণের পর খতিয়ে দেখবেন। মেয়র বলেন, নিয়ম অনুযায়ী যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে প্লট বরাদ্দে তাদের অগ্রাধিকার দিতে হবে। নগরবাসী এ ক্ষেত্রে যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৫ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৬ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
৯ মিনিট আগে