কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।
পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।
তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’
একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।
পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।
তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’
একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে