Ajker Patrika

৩ হাজার নেতা-কর্মী নিয়ে জেপি থেকে পদত্যাগ কাউখালী উপজেলা চেয়ারম্যানের

পিরোজপুর প্রতিনিধি
৩ হাজার নেতা-কর্মী নিয়ে জেপি থেকে পদত্যাগ কাউখালী উপজেলা চেয়ারম্যানের

রীতি বহির্ভূতভাবে দল পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে নিয়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। 

আবু সাঈদ মিয়া মনু জেপি-মঞ্জু কাউখালী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। পদত্যাগপত্র জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি। 

উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সাঈদ মিয়া মনু দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে মঞ্জু অনেক দিন ক্ষমতায় থাকলেও মনুর নির্বাচনী এলাকা কাউখালীতে তেমন উন্নয়ন করেননি, বরং মঞ্জু নিজ উপজেলা ভান্ডারিয়ায় ব্যাপক উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। এর ফলে কাউখালীর সাধারণ মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। 

কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর নেতা-কর্মীরাআবু সাঈদ মিয়া মনু আরও দাবি করেন, প্রয়োজনের সময় দলের কর্তাব্যক্তিদের পাওয়া যায় না। নির্বাচন এলে কেবল চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ মেলে। এ ছাড়া কাউখালী উপজেলায় বাজারের খাজনা পরিশোধের অঙ্গীকার করলেও বর্তমানে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মঞ্জু। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তাই জেপির উপজেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ থেকে মনুর সমর্থকেরা পদত্যাগ করেছেন। 

এ সময় মনুর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পদত্যাগ করেন জাতীয় পার্টির (জেপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সিকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মো. খসরু মিয়াসহ বেশ কয়েকজন নেতা। মনু সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর সঙ্গে কাউখালী উপজেলা থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী জেপি থেকে পদত্যাগ করেছেন। 

এর আগে আবু সাইদ মনু বিএনপি থেকে জাতীয় পার্টিতে (জেপি-মঞ্জু) যোগদান করেন। পরে সাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের উপজেলার সভাপতির পদ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত