দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে।
উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই।
নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে।
হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে।
উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই।
নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৮ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪১ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৪ মিনিট আগে