Ajker Patrika

দুই দিন ধরে পেট্রল নেই দশমিনায়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দুই দিন ধরে পেট্রল নেই দশমিনায়

হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে। 

উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে। 

উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই। 

নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন। 

এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত