কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।
আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।
পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’
পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে কয়লা নিয়ে ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ। আজ সোমবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ৪০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে বাহামসের পতাকাবাহী এই জাহাজটি বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে এসে পৌঁছায়।
আগামীকাল মঙ্গলবার থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০ দশমিক ২০ মিটার গভীরতার এই জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। এটি আজ সোমবার বিকেলে বন্দরের আউটার থেকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ইনার অ্যাঙ্কোরেজে ভিড়ল।
পায়রা বন্দরের মিডিয়া উইংস ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের যেকোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। কারণ, দেশের ইতিহাসে বন্দরের ইনার /////////অ্যাঙ্কোরেজে ৪০ হাজার ৯৫০ টন মাল নিয়ে কোনো জাহাজ ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামস এর///////// পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে