Ajker Patrika

অবিকল ৩৯ রকমের কণ্ঠ নকল করতে পারেন বিমান

ঝালকাঠি প্রতিনিধি
অবিকল ৩৯ রকমের কণ্ঠ নকল করতে পারেন বিমান

মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।

এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।

মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন। 

এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর। 

এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি। 

জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত