ঝালকাঠি প্রতিনিধি
মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।
মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে