পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের রুহিতলা বুনিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ রায় (৫০) নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন। এ উপলক্ষে তিনি নাজিরপুর উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে কাজ করতে ভ্যানে করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের রুহিতলা বুনিয়া এলাকার লোকমান হাকিমের ঘের সংলগ্ন স্থানে পৌঁছালে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী পরিবহনের একটি বাস তাঁকে বহন করা ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিপন পাল বলেন, সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী আজকের পত্রিকাকে বলেন, পরিতোষ রায় যুবলীগ কর্মী ছিলেন। ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তিনি কাজ করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছেন। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের রুহিতলা বুনিয়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ রায় (৫০) নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন। এ উপলক্ষে তিনি নাজিরপুর উপজেলা যুবলীগের নেতাদের সঙ্গে কাজ করতে ভ্যানে করে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের রুহিতলা বুনিয়া এলাকার লোকমান হাকিমের ঘের সংলগ্ন স্থানে পৌঁছালে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী পরিবহনের একটি বাস তাঁকে বহন করা ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিপন পাল বলেন, সড়ক দুর্ঘটনায় পরিতোষ রায় নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী আজকের পত্রিকাকে বলেন, পরিতোষ রায় যুবলীগ কর্মী ছিলেন। ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে তিনি কাজ করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় নিহত হলেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছেন। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৮ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৮ মিনিট আগে