নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জে ঘরে ঢুকে মোসাম্মাৎ মারুফা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় তাঁর স্বামী মিলন খানকে কুপিয়ে জখম করা হয়।
আহত মিলন খান বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা মাসুম মাঝি ও খোকন খান জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে মিলন খানের দুই শিশুসন্তান ছুটে এসে জানায় যে তাদের ঘরে ডাকাত ঢুকে বাবা-মাকে কুপিয়েছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন খাটের পাশে মিলন খানকে বেঁধে রাখা হয়েছে। তাঁর দুই হাতে কুপিয়েছে ডাকাতেরা। পাশেই পড়ে আছে তাঁর স্ত্রী মারুফার মরদেহ। মরদেহের গালে, ঘাড়ে ও মাথায় কোপানোর চিহ্ন রয়েছে। ভেঙে ফেলা হয়েছে দাঁত। পুরো ঘর এলোমেলো। পরে পুলিশে খবর দেওয়া হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার পুলিশ।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আরও একজনকে কোপানো হয়েছে। তাঁকে আহতাবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার পুলিশ সুপার (সার্কেল এসপি) ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছয়জন দুর্বৃত্ত ঘরে ঢুকেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বরিশালের বাবুগঞ্জে ঘরে ঢুকে মোসাম্মাৎ মারুফা (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় তাঁর স্বামী মিলন খানকে কুপিয়ে জখম করা হয়।
আহত মিলন খান বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা মাসুম মাঝি ও খোকন খান জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে মিলন খানের দুই শিশুসন্তান ছুটে এসে জানায় যে তাদের ঘরে ডাকাত ঢুকে বাবা-মাকে কুপিয়েছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন খাটের পাশে মিলন খানকে বেঁধে রাখা হয়েছে। তাঁর দুই হাতে কুপিয়েছে ডাকাতেরা। পাশেই পড়ে আছে তাঁর স্ত্রী মারুফার মরদেহ। মরদেহের গালে, ঘাড়ে ও মাথায় কোপানোর চিহ্ন রয়েছে। ভেঙে ফেলা হয়েছে দাঁত। পুরো ঘর এলোমেলো। পরে পুলিশে খবর দেওয়া হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার পুলিশ।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আরও একজনকে কোপানো হয়েছে। তাঁকে আহতাবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার পুলিশ সুপার (সার্কেল এসপি) ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছয়জন দুর্বৃত্ত ঘরে ঢুকেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
২ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে করে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
১৯ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ মিনিট আগে