Ajker Patrika

চাকরি খুঁজতে গিয়ে সন্তান হারাল মা

ঝালকাঠি প্রতিনিধি
চাকরি খুঁজতে গিয়ে সন্তান হারাল মা

ঢাকায় পোশাক কারখানায় মায়ের সঙ্গে চাকরি খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির শিশু মো. আরাফাত ইসলাম (৯) নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা আখি বেগম (২৮) ও ছোট বোন মরিয়ম (৪) গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহত শিশু আরাফাত বরিশাল সদরের নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের মনির হাওলাদেরের ছেলে। 

জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইলে যমুনা লাইন পরিবহন নামে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১০ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ১১ যাত্রীর মধ্যে আরাফাতও ছিল। 

আরাফাতের নানা আলী আকবর বলেন, আরাফাতের বাবা ওমান প্রবাসী মনিরের সঙ্গে আখির তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে আরাফাত ও মরিয়ম মায়ের সঙ্গে থাকত। সন্তানদের ভরণপোষণ মেটাতে আখি চাকরির চেষ্টা করছিল। একটি পোশাক কারখানায় চাকরি খুঁজতে গত সপ্তাহে দুই সন্তান নিয়ে আমার মেয়ে ঢাকায় যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাঁরা। 

নিহত আরাফাতের মা আখি বেগম বলেন, বাসটি উজিপুরে পৌঁছার পর ভোরে বিকট শব্দে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর আর কিছু আমার মনে নেই। হাসপাতালে শুয়ে শুনতে পাই আমার ছেলে বেঁচে নেই। 

ময়নাতদন্ত শেষে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরাফাতের মরদেহ গ্রহণ করেছে তাঁর ফুফু মুক্তা বেগম। তিনি বলেন, আজ সন্ধ্যার পরে নৈয়ারী গ্রামে মরদেহ দাফন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত