পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর ও কাজ বন্ধ করে রড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই দুমকি সদর থানা এবং আজ উপাচার্য বরাবর নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগ অস্বীকার ছাত্রলীগের সভাপতি সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ‘আমি গত দুই দিন পর্যন্ত ঢাকায়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে এবং এটির তদন্ত চলমান আছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, পবিপ্রবির শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণকাজ শুরুর পর থেকেই পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে। তবে চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময়ে ব্যবস্থাপককে হুমকি–ধামকিও দেন।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের রড ভ্যানে করে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সুরিদ, ইমরান হোসেনসহ আরও কয়েকজন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তারা জানান, ‘ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর রড নিয়ে যেতে বলেছেন’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হক ঘটনাস্থলে এসে বাঁধা দিয়ে সময় চাইলে সুরিদ ও তার লোকজনেরা ক্ষিপ্ত হয়ে তাদের রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় এনামুল হকের মোবাইলটিও নিয়ে যায় তারা। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চাইলে সেখানেও বাঁধা দেয় ছাত্রলীগের ওই নেতারা।
ভুক্তভোগী মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, ‘আমাকে এবং আমাদের স্টাফদের বেধড়ক মারধর করেছে ছাত্রলীগ সভাপতি সাগরের লোক সুরিদসহ কয়েকজন। এ সময় আমার মোবাইলটাও নিয়ে যায়। শুধু আজ না, সাগর বিভিন্ন সময়ে আমাকে হুমকি–ধামকি দিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় আমাকে মেয়েদের দিয়ে ইভটিজিং করাবে বলেও হুমকি দেয়। ও চাঁদা চেয়েছে ভিডিও রেকর্ড সহ প্রমাণ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুরিদ বলেন, ‘ছাত্রলীগ সভাপতি ক্যাম্পাসে নেই এবং সে জানেও না। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মূলত বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশনের কাজে লাইসেন্সবিহীন গাড়ি চলে, এ কারণে গতকাল জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের ওপর উত্তেজিত হয়ে উল্টো ঘটনা ঘটাল।’
লাইসেন্স চেক করার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে জিজ্ঞেস করার অধিকার আছে। এ ছাড়া প্রক্টর স্যারকে জানিয়েছি তিনি বলেছেন, লাইসেন্সবিহীন গাড়ি পেলে থামিয়ে রাখতে।’
এ ব্যাপারে পবিপ্রবির রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি এ রকম একটি অভিযোগ দিয়েছে, আমরা ইন্টারনাল সমাধান করার চেষ্টা করছি। তবে তদন্ত করা হবে এবং তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। পবিপ্রবির উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্তও ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে জানান।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর ও কাজ বন্ধ করে রড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই দুমকি সদর থানা এবং আজ উপাচার্য বরাবর নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগ অস্বীকার ছাত্রলীগের সভাপতি সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ‘আমি গত দুই দিন পর্যন্ত ঢাকায়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে এবং এটির তদন্ত চলমান আছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, পবিপ্রবির শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন। প্রতিষ্ঠানটি ভবন নির্মাণকাজ শুরুর পর থেকেই পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হকের কাছে চাঁদা দাবি করে আসছে। তবে চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময়ে ব্যবস্থাপককে হুমকি–ধামকিও দেন।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে শেখ রাসেল হলের নির্মাণাধীন ভবনের রড ভ্যানে করে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সুরিদ, ইমরান হোসেনসহ আরও কয়েকজন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে তারা জানান, ‘ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর রড নিয়ে যেতে বলেছেন’। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এনামুল হক ঘটনাস্থলে এসে বাঁধা দিয়ে সময় চাইলে সুরিদ ও তার লোকজনেরা ক্ষিপ্ত হয়ে তাদের রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় এনামুল হকের মোবাইলটিও নিয়ে যায় তারা। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চাইলে সেখানেও বাঁধা দেয় ছাত্রলীগের ওই নেতারা।
ভুক্তভোগী মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, ‘আমাকে এবং আমাদের স্টাফদের বেধড়ক মারধর করেছে ছাত্রলীগ সভাপতি সাগরের লোক সুরিদসহ কয়েকজন। এ সময় আমার মোবাইলটাও নিয়ে যায়। শুধু আজ না, সাগর বিভিন্ন সময়ে আমাকে হুমকি–ধামকি দিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় আমাকে মেয়েদের দিয়ে ইভটিজিং করাবে বলেও হুমকি দেয়। ও চাঁদা চেয়েছে ভিডিও রেকর্ড সহ প্রমাণ আছে।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুরিদ বলেন, ‘ছাত্রলীগ সভাপতি ক্যাম্পাসে নেই এবং সে জানেও না। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মূলত বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশনের কাজে লাইসেন্সবিহীন গাড়ি চলে, এ কারণে গতকাল জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের ওপর উত্তেজিত হয়ে উল্টো ঘটনা ঘটাল।’
লাইসেন্স চেক করার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হিসেবে জিজ্ঞেস করার অধিকার আছে। এ ছাড়া প্রক্টর স্যারকে জানিয়েছি তিনি বলেছেন, লাইসেন্সবিহীন গাড়ি পেলে থামিয়ে রাখতে।’
এ ব্যাপারে পবিপ্রবির রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি এ রকম একটি অভিযোগ দিয়েছে, আমরা ইন্টারনাল সমাধান করার চেষ্টা করছি। তবে তদন্ত করা হবে এবং তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। পবিপ্রবির উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্তও ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে জানান।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে