কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১১ মিনিট আগে