Ajker Patrika

বরিশালে আ.লীগ নেতার হয়ে বিরোধপূর্ণ জমি দখলে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে শুক্রবার রাতে বিরোধপূর্ণ জমি দখল করতে যান বিএনপির কয়েক নেতা। ছবি: সংগৃহীত
বরিশাল নগরীতে শুক্রবার রাতে বিরোধপূর্ণ জমি দখল করতে যান বিএনপির কয়েক নেতা। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তাঁরা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।

আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার পক্ষে বিএনপির নেতারা ওই জমি দখল করতে গিয়েছিলেন বলে অভিযোগ এর মালিকের। তবে বিএনপির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। জমি নিয়ে আগে থেকে থাকা মামলার অপরপক্ষ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে ১ নম্বর আসামি করা হয়েছে নতুন অভিযোগে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর কলেজসংলগ্ন হরিপশার বিলে ১ একর ৪৮ শতাংশ জমির মালিকানা নিয়ে খান মামুনের পরিবারের সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ার বাসিন্দা শওকত হোসেনের মামলা চলছে। খান মামুনের কাছ থেকে বায়না সূত্রে মালিক দাবি করে ওই জমি দখলের চেষ্টা করা হয়। খান মামুন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।

শওকত জানান, খান মামুনের বাবা মরহুম এনামুল হকের সঙ্গে জমি নিয়ে মামলা শুরু হয়। আদালত তাঁর পক্ষে রায় দিলেও খান মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলে রাখেন। ৫ আগস্টের পর তাঁরা জমি দখলমুক্ত করেছেন। কয়েক দিন ধরে মঞ্জুর নেতৃত্বে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক লোক জড়ো করে বিএনপির নেতারা বালু ফেলা শুরু করেন। তখন আশপাশের লোক সংগঠিত হয়ে ধাওয়া দিয়ে তাঁদের প্রতিরোধ করেন।

স্থানীয় বাসিন্দা মহানগর ছাত্রদলের সহসভাপতি আশিক হাওলাদার বলেন, শওকতের ছেলেও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত। মামলার জমি দখল নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিন, মাহফুজ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মঞ্জুর নেতৃত্বে বালু ফেলা শুরু করলে কয়েক শ লোক জড়ো হয়ে তাঁদের ধাওয়া করেন।

তবে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন দাবি করেন, তিনি এর সঙ্গে জড়িত নন। শুনেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বালু ফেলেছেন। অভিযোগ অস্বীকার করে আরেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ বলেন, ওই জমি স্থানীয় ব্যবসায়ী মাসুদের বলে তিনি শুনেছেন। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত চলছে।

এ প্রসঙ্গে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, তিনি জমি দখল চেষ্টার খবর শুনেছেন। ঘটনার শিকার একটি পক্ষ বিএনপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন। তিনি বলেন, ব্যক্তির দায় দল নেবে না। এক্ষেত্রে কেউ অপকর্ম করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার বলেন, মহানগর কলেজের পাশে জমি দখলের অভিযোগ এখনো দেখতে পারেননি। খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত