Ajker Patrika

বাজারে কেনাকাটায় গিয়ে সেনাসদস্য পরিচয় দেওয়া যুবক পুলিশের হাতে আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি
পুলিশের হাতে আটক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে আটক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে কামরুল ইসলাম (১৯) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কামরুল ইসলাম কিছু দিন ধরে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকানে তিনি কেনাকাটা করতে যান। সেখানে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন।

দোকান মালিক মো. নাসির হাওলাদার বলেন, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে কামরুল ইসলাম নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন। দোকানে তখন আমার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজান উপস্থিত ছিলেন। তিনি কামরুলকে কোথায় ট্রেনিং করেছেন, পোস্টিং কোথায় এসব জানতে চান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম সেনাসদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত