Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অপসারণের সিদ্ধান্ত সিন্ডিকেটের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সেই সঙ্গে ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মুচলেকা দেবেন, তাঁদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়া হবে।

উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুচিতা শরমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে ২ ঘণ্টাব্যাপী এ সভা হয়।

সভা সূত্রে জানা গেছে, ১১ জন সদস্য সিন্ডিকেট সভায় অংশ নেন। সভায় প্রায় ১ ঘণ্টা রেজিস্ট্রার ইস্যুতে আলোচনা হয়। এ সময় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সদস্যরা।

সভার দায়িত্বশীল অন্তত দুজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হচ্ছে—রেজিস্ট্রার মনিরুল ইসলামকে আজকেই অপসারণ করা; অতিরিক্ত দায়িত্বে থাকবেন উপাচার্য নিজে; আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার বিষয় আদালতে সুরাহা হবে।

এ ছাড়া ফ্যাসিস্টদের চিহ্নিত করতে এক সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। তবে সদস্যসংখ্যা চাইলে আরও যোগ করে নিতে পারবেন। যেসব শিক্ষার্থী মুচলেকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং যাঁরা মুচলেকা দেননি, তাঁদের মামলা বহাল থাকবে। জিডির ক্ষেত্রেও তাই। এ ছাড়া ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী জিমির সহায়তার আবেদন কেন পাঁচ মাসেও আমলে নেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেটের একজন সদস্য জানান।

এ ব্যপারে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও কিছু বলতে চাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত