নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সেই সঙ্গে ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মুচলেকা দেবেন, তাঁদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়া হবে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুচিতা শরমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে ২ ঘণ্টাব্যাপী এ সভা হয়।
সভা সূত্রে জানা গেছে, ১১ জন সদস্য সিন্ডিকেট সভায় অংশ নেন। সভায় প্রায় ১ ঘণ্টা রেজিস্ট্রার ইস্যুতে আলোচনা হয়। এ সময় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সদস্যরা।
সভার দায়িত্বশীল অন্তত দুজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হচ্ছে—রেজিস্ট্রার মনিরুল ইসলামকে আজকেই অপসারণ করা; অতিরিক্ত দায়িত্বে থাকবেন উপাচার্য নিজে; আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার বিষয় আদালতে সুরাহা হবে।
এ ছাড়া ফ্যাসিস্টদের চিহ্নিত করতে এক সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। তবে সদস্যসংখ্যা চাইলে আরও যোগ করে নিতে পারবেন। যেসব শিক্ষার্থী মুচলেকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং যাঁরা মুচলেকা দেননি, তাঁদের মামলা বহাল থাকবে। জিডির ক্ষেত্রেও তাই। এ ছাড়া ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী জিমির সহায়তার আবেদন কেন পাঁচ মাসেও আমলে নেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেটের একজন সদস্য জানান।
এ ব্যপারে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও কিছু বলতে চাননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সেই সঙ্গে ফ্যাসিস্ট চিহ্নিত করা ও অবহেলায় ক্যানসারে আক্রান্ত ছাত্রী জিমির মৃত্যু ইস্যুতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মুচলেকা দেবেন, তাঁদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) তুলে নেওয়া হবে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার ৮৮তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুচিতা শরমিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ঢাকার গেস্ট হাউসে ২ ঘণ্টাব্যাপী এ সভা হয়।
সভা সূত্রে জানা গেছে, ১১ জন সদস্য সিন্ডিকেট সভায় অংশ নেন। সভায় প্রায় ১ ঘণ্টা রেজিস্ট্রার ইস্যুতে আলোচনা হয়। এ সময় পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সদস্যরা।
সভার দায়িত্বশীল অন্তত দুজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলো হচ্ছে—রেজিস্ট্রার মনিরুল ইসলামকে আজকেই অপসারণ করা; অতিরিক্ত দায়িত্বে থাকবেন উপাচার্য নিজে; আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এক মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার বিষয় আদালতে সুরাহা হবে।
এ ছাড়া ফ্যাসিস্টদের চিহ্নিত করতে এক সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। তবে সদস্যসংখ্যা চাইলে আরও যোগ করে নিতে পারবেন। যেসব শিক্ষার্থী মুচলেকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়া হবে এবং যাঁরা মুচলেকা দেননি, তাঁদের মামলা বহাল থাকবে। জিডির ক্ষেত্রেও তাই। এ ছাড়া ক্যানসারে আক্রান্ত শিক্ষার্থী জিমির সহায়তার আবেদন কেন পাঁচ মাসেও আমলে নেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেটের একজন সদস্য জানান।
এ ব্যপারে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও কিছু বলতে চাননি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৪ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে