Ajker Patrika

পটুয়াখালীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার

পটুয়াখালী ও দশমিনা প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬: ০৮
পটুয়াখালীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ রোববার (৩০ এপ্রিল) সকালে তিনজন এবং দুপুরে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে গত শুক্রবার একজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান। 

যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন দশমিনা উপজেলার গুলি আউলিয়াপুর এলাকার মনির হাওলাদারের ছেলে (বর) রাব্বি হাওলাদার (২০), বরের মা সেলিনা আক্তার (৪০) এবং ফুপু লিপি বেগম (৩০)। এ ছাড়া উপজেলার উত্তর রণগোপালদী এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) এবং উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরার (৮) মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন বর রাব্বী, তাঁর মা সেলিনা বেগম, ফুপু লিপি বেগম, ফুপাতো বোন খাদিজা ও চাচাতো শ্যালিকা মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই ফুপু লিপি বেগমের ভাসমান মরদেহ উদ্ধার করে। 

এ নিয়ে জানতে চাইলে দশমিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতদের পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত