দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৫ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে