Ajker Patrika

আ. লীগের ওপর ককটেল হামলা, বিএনপির ৭৯ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
আ. লীগের ওপর ককটেল হামলা, বিএনপির ৭৯ জনের নামে মামলা

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে উপজেলা বিএনপির ৭৯ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় জানা গেছে, রাতে নলছিটি ফেরিঘাট সংলগ্ন চর বহরমপুর এলাকার একটি মসজিদে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ৮ থেকে ১০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী সেখানে গেলে তাঁদের মারধর করে। একপর্যায়ে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। 

এতে মামলার বাদী জুয়েল খান আহত হন। এ ঘটনায় ৯৯৯-ফোন করলে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা পালিয়ে যান। এ ঘটনায় নলছিটি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত