নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে প্রাইভেট পড়ার টাকা সময়মতো দিতে না পারায় ছাত্রের মোবাইল ফোন আটকে রেখে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এক শিক্ষক। গত শনিবার ওই শিক্ষক নিজ বাসায় কোচিং সেন্টারে বসে তাকে গালাগাল করেন। এ সময় এক শিক্ষার্থী ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। গতকাল সোমবার রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।
ওই শিক্ষক উপজেলার মধ্য করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে কোচিং করান। সেখানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বেশ কিছু শিক্ষার্থী তাঁর কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেট পড়ার টাকা দিতে না পারা ওই শিক্ষার্থী গুয়ারেখা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবা অতি দরিদ্র কৃষক।
এ বিষয়ে শিক্ষক আহাম্মাদুল কবির বলেন, ‘তার কাছে দুই মাসের প্রাইভেটের এক হাজার টাকা পাই। অসংখ্যবার টাকা চেয়েও পাচ্ছি না। তাই রাগের বশে গালাগাল করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই, ভালো ব্যবহার করে টাকা চাইলে ব্যাচের কেউ সঠিক সময়ে টাকা দিতে চায় না। তাই বাধ্য হয়ে তার মোবাইল ফোন আটকে রেখে গালাগাল করেছি।’
ওই শিক্ষার্থী বলে, ‘স্যারের কাছে মাসিক পাঁচ শ টাকার বিনিময়ে প্রাইভেট পড়ি। আমাদের আর্থিক সমস্যা আছে। কয়েক মাস ঠিক সময়ে টাকা দিয়েছি। তাই লেখাপড়ার ফাঁকে আমি গ্রামে কাজ করে নিজের খরচ জোগাই। বর্তমানে কাজ নেই। তাই স্যারকে ঠিকমতো টাকা দিতে পারছি না। স্যারকে আমার সমস্যার কথা বলেছি। স্যার তারপরও সেদিন সবার সামনে আমাকে বকেছে।’
সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আমিনুল ইসলাম তালুকদার বলেন, ‘প্রাইভেট পড়ার টাকার জন্য একজন শিক্ষক গালাগাল করতে পারেন না। এটা শিক্ষকজাতির জন্য লজ্জাজনক।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মিস্ত্রী বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। প্রাইভেটের পাওনা টাকা আদায়ে একজন ছাত্রকে এভাবে গালাগাল করা মোটেও উচিত হয়নি ওই শিক্ষকের। তাঁর ব্যবহার আমাদের গোটা শিক্ষকজাতির জন্য অপমানের বলে আমি মনে করি।’
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে খবর নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরের নেছারাবাদে প্রাইভেট পড়ার টাকা সময়মতো দিতে না পারায় ছাত্রের মোবাইল ফোন আটকে রেখে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এক শিক্ষক। গত শনিবার ওই শিক্ষক নিজ বাসায় কোচিং সেন্টারে বসে তাকে গালাগাল করেন। এ সময় এক শিক্ষার্থী ওই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। গতকাল সোমবার রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।
ওই শিক্ষক উপজেলার মধ্য করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে কোচিং করান। সেখানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বেশ কিছু শিক্ষার্থী তাঁর কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেট পড়ার টাকা দিতে না পারা ওই শিক্ষার্থী গুয়ারেখা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবা অতি দরিদ্র কৃষক।
এ বিষয়ে শিক্ষক আহাম্মাদুল কবির বলেন, ‘তার কাছে দুই মাসের প্রাইভেটের এক হাজার টাকা পাই। অসংখ্যবার টাকা চেয়েও পাচ্ছি না। তাই রাগের বশে গালাগাল করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাই, ভালো ব্যবহার করে টাকা চাইলে ব্যাচের কেউ সঠিক সময়ে টাকা দিতে চায় না। তাই বাধ্য হয়ে তার মোবাইল ফোন আটকে রেখে গালাগাল করেছি।’
ওই শিক্ষার্থী বলে, ‘স্যারের কাছে মাসিক পাঁচ শ টাকার বিনিময়ে প্রাইভেট পড়ি। আমাদের আর্থিক সমস্যা আছে। কয়েক মাস ঠিক সময়ে টাকা দিয়েছি। তাই লেখাপড়ার ফাঁকে আমি গ্রামে কাজ করে নিজের খরচ জোগাই। বর্তমানে কাজ নেই। তাই স্যারকে ঠিকমতো টাকা দিতে পারছি না। স্যারকে আমার সমস্যার কথা বলেছি। স্যার তারপরও সেদিন সবার সামনে আমাকে বকেছে।’
সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. আমিনুল ইসলাম তালুকদার বলেন, ‘প্রাইভেট পড়ার টাকার জন্য একজন শিক্ষক গালাগাল করতে পারেন না। এটা শিক্ষকজাতির জন্য লজ্জাজনক।’
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মিস্ত্রী বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। প্রাইভেটের পাওনা টাকা আদায়ে একজন ছাত্রকে এভাবে গালাগাল করা মোটেও উচিত হয়নি ওই শিক্ষকের। তাঁর ব্যবহার আমাদের গোটা শিক্ষকজাতির জন্য অপমানের বলে আমি মনে করি।’
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে খবর নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৩ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেদুদকের মামলায় যশোর কারাগারে বন্দী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সাবেক উপাচার্য (ভিসি) ড. প্রফেসর আবদুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে...
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের মধ্যনগরে সরকারি অনুমোদন ছাড়া বালু তোলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে গোবরিয়া খালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনের নৌকা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে