Ajker Patrika

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’

নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত