Ajker Patrika

বরিশালকে উন্নয়নবঞ্চিত বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালকে উন্নয়নবঞ্চিত বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে, তা থেকে বরিশাল বঞ্চিত। আমরা বরিশালে নাগরিকদের সেবা দিতে পারিনি, এটা দুঃখজনক। আর এ জন্যই আমি নতুন বরিশাল তৈরি করে নতুনভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।’

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খোকন সেরনিয়াবাত এ কথা বলেন।

আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘সংকীর্ণতা থাকা উচিত নয়। কেউ যেন অসম্মানিত না হন সেদিকে আমাদের খেয়াল থাকবে। এখানে মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। আমি নতুন বরিশাল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাই।’

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফজালুল করিম, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ, কাজী মফিজুল ইসলাম কামাল প্রমুখ।

পরে খোকন সেরনিয়াবাত নগরের সদর রোডে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলের বিপুল পরিমাণ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত