নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলাটি করেন। ফরহাদ মুন্সির মালিকানাধীন গৌরনদীর এলাহী অ্যাগ্রো লিমিটেড নামক একটি রাইস মিল খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকভুক্ত।
মামলায় বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজের অনুকূলে খাদ্য বিভাগকে ১১টি পে-অর্ডার দেয়। জামানত বাবদ দেওয়া পে-অর্ডারগুলোর মোট টাকা ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা। কিন্তু সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৭ হাজার ২০০ টাকা।
শুরুতে এসব পে-অর্ডারের জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হয়েও ভুয়া জামানত দিয়ে খাদ্য বিভাগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করায় ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলা করা হয়।
প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলাটি করেন। ফরহাদ মুন্সির মালিকানাধীন গৌরনদীর এলাহী অ্যাগ্রো লিমিটেড নামক একটি রাইস মিল খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকভুক্ত।
মামলায় বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজের অনুকূলে খাদ্য বিভাগকে ১১টি পে-অর্ডার দেয়। জামানত বাবদ দেওয়া পে-অর্ডারগুলোর মোট টাকা ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা। কিন্তু সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৭ হাজার ২০০ টাকা।
শুরুতে এসব পে-অর্ডারের জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হয়েও ভুয়া জামানত দিয়ে খাদ্য বিভাগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করায় ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলা করা হয়।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে