Ajker Patrika

পে-অর্ডার জালিয়াতি মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৬: ৩৮
পে-অর্ডার জালিয়াতি মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা

প্রায় পৌনে তিন কোটি টাকার ভুয়া পে-অর্ডার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বিচারক পলি আফরোজ আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ফরহাদ মুন্সী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক পলি আফরোজ আবেদন নামঞ্জুর করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সদর) বেঞ্চ সহকারী রাকিব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, খাদ্য বিভাগের কারিগরি পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলাটি করেন। ফরহাদ মুন্সির মালিকানাধীন গৌরনদীর এলাহী অ্যাগ্রো লিমিটেড নামক একটি রাইস মিল খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকভুক্ত।

মামলায় বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজের অনুকূলে খাদ্য বিভাগকে ১১টি পে-অর্ডার দেয়। জামানত বাবদ দেওয়া পে-অর্ডারগুলোর মোট টাকা ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা। কিন্তু সরকারের কোষাগারে জমা হয়েছে মাত্র ৭ হাজার ২০০ টাকা।

শুরুতে এসব পে-অর্ডারের জালিয়াতি ধরা না পড়লেও সম্প্রতি যাচাইয়ে সেগুলো ভুয়া প্রমাণিত হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান হয়েও ভুয়া জামানত দিয়ে খাদ্য বিভাগের সঙ্গে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করায় ফরহাদ মুন্সীর বিরুদ্ধে মামলা  করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত