Ajker Patrika

শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ শনিবার সকাল ১০টায় দশমিনা উপজেলার সামনের মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক ও কর্মচারী।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারা হোসেন।

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল আলমসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। 

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত