Ajker Patrika

কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় বিজয়ী প্রার্থীর ৪ কর্মী আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ০০: ১২
কলাপাড়ায় পরাজিত প্রার্থীর কর্মীদের হামলায় বিজয়ী প্রার্থীর ৪ কর্মী আহত

পটুয়াখালীর কালাপাড়ায় পরাজিত দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার কর্মীদের হামলায় বিজয়ী ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের ৪ কর্মী আহত হয়েছেন। 

আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষারকে (২২) উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন সমর্থকেরা। এ সময় চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌঁছালে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান কোক্কার ছেলে শিমু মিরার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

এতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোকছেদ এবং তুষারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত