Ajker Patrika

৩শ কোটি টাকার দেনা নিয়ে মঙ্গলবার দায়িত্ব নিচ্ছেন মেয়র খোকন

খান রফিক, বরিশাল
৩শ কোটি টাকার দেনা নিয়ে মঙ্গলবার দায়িত্ব নিচ্ছেন মেয়র খোকন

৩০০ কোটি টাকার দেনা মাথায় নিয়ে আগামীকাল মঙ্গলবার মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের নেতৃত্বাধীন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে বরিশাল নগরীতে চলছে জমকালো আয়োজন।

প্রায় ৩০ হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের শোভাযাত্রা উদ্যোগ নেওয়া হয়েছে। শুভেচ্ছা বানার-ফেস্টুনে নগর ছেয়ে ফেলেছেন অনুসারীরা।

অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন।

আগামীকাল মঙ্গলবার দুপুরে নগরভবনের সামনে অভিষেক উপলক্ষে যে মঞ্চ করা হয়েছে তা ঘুরে দেখেন নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

কথা হয় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের সঙ্গে। তিনি বলেন, ৩০০ কোটি টাকা দেনার মধ্যে ৬৫ কোটি টাকাই বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল। এ ছাড়া ঠিকাদারদের বিলও রয়েছে বড় অঙ্কের।

নগরভবন এলাকায় তোরণ তৈরি করা হয়েছে।তিনি বলেন, মেয়র খোকন একটি ভঙ্গুর করপোরেশনের দায়িত্ব নিচ্ছেন। এরপরও নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা তাঁর আছে। তিনি এরই মধ্যে লবিং করে ৮০০ কোটি টাকা অনুমোদন করিয়েছেন। তাঁকে বরণ করতে ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান যুবলীগ নেতা মামুন।

নগরের ২০ নং কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং ২৩ নং কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, ‘দেনার বিশাল বোঝা। সব বাধা পেড়িয়ে তাঁরা দায়িত্ব নিচ্ছেন। নতুন মেয়রকে আগামীকাল মঙ্গলবার বরণ করবেন নগরবাসী।’

এ ব্যাপারে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, ১২ জুন ভোট দিয়ে নগরবাসী বিজয় করেছেন। তিনি যে ইশতেহার দিয়েছিলেন; তা এক একে বাস্তবায়ন করবেন। আর এ জন্যই প্রধানমন্ত্রী নগরবাসীর জন্য ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি ওই টাকায় নগরের রাস্তাঘাট, ড্রেন সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্যব্যবস্থাপনার জন্য কাজ করবেন। মেয়র খোকন নতুন বরিশাল গড়তে সবার কাছে সহযোগিতা চেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত