Ajker Patrika

কাউখালীতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর) 
কাউখালীতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শয়ন মৃধা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। একই দিনে ব্যাটারিচালিত অটো-রিকশা চাপায় আরেক মেহরাব হোসেন নামের আরেক শিশুর মৃত্যু হয়। 

পানিতে ডুবে মারা যাওয়া শিশু শয়ন মৃধা উপজেলার ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের শেখর মৃধার ছেলে। এর আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া চার বছরের শিশু মেহরাব হোসেন উপজেলার ডুমজুড়ী গ্রামের শাহা জালালের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শয়ন মৃধা বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে খেলা করছিল। হঠাৎ সে মায়ের চোখের আড়াল হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মারা যায় শিশু মেহরাব হোসেন। মায়ের হাত ধরে নানা বাড়ি যাচ্ছিল মেহরাব। এ সময় চিরাপাড়া টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত