Ajker Patrika

কাঠালিয়ায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়ায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার 

ঝালকাঠির কাঠালিয়ায় ফিরোজা বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী মো. বাশার হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। বাশার উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের দেনছের হাওলাদারের ছেলে। ওই গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদি গ্রামের মিরাজ ঠাকুরের মেয়ে। 
 
আজ গৃহবধূর বাবা মিরাজ ঠাকুর বাদী হয়ে বাশারকে আসামি করে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার দুপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বাশার ও ফিরোজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় বাশার ফিরোজাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ফিরোজা অভিমান করে সকলের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতে ফিরোজার বাবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, গৃহবধূর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি বাশারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত