Ajker Patrika

বোরহানউদ্দিনে ছিনতাই ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২১, ১৫: ৪৪
বোরহানউদ্দিনে ছিনতাই ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

বোরহানউদ্দিন (ভোলা): ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ছিনতাই ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মামলায় সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে উপজেলা থানা–পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৩ জুন) আনুমানিক রাত ৮টায় উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূকে (৩৫) বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় স্থানীয় সাহেদ, সুমন এবং ইউসুফসহ অজ্ঞাত কয়েকজন। এরপর একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ ও নির্যাতন করে অচেতন অবস্থায় রেখে তাঁরা পালিয়ে যান।

জানা যায়, বাড়ি ফেরার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না এলে তাঁকে খুঁজতে বের হন ওই নারীর স্বামী। নিজ বাড়ি থেকে স্ত্রীকে খুঁজতে মহল্লায় বেরিয়ে যান তিনি। পরে গভীর রাতে পরিবারের খোঁজাখুঁজির পর তাঁকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার এক বর্ণনায় ভুক্তভোগী সাংবাদিকদের জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক একটি ক্ষুদ্রঋণের ১০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দেন সাহেদ ও সুমন এবং তাঁকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করেন। অপর অভিযুক্ত ইউসুফের সহযোগিতায় পালাক্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা এবং নাক ও কানের স্বর্ণের অলংকার ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বলেন, ‘অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি।’ তিনি জানান, পুলিশের পক্ষ থেকে সব অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত