প্রতিনিধি
বোরহানউদ্দিন (ভোলা): ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ছিনতাই ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মামলায় সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে উপজেলা থানা–পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৩ জুন) আনুমানিক রাত ৮টায় উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূকে (৩৫) বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় স্থানীয় সাহেদ, সুমন এবং ইউসুফসহ অজ্ঞাত কয়েকজন। এরপর একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ ও নির্যাতন করে অচেতন অবস্থায় রেখে তাঁরা পালিয়ে যান।
জানা যায়, বাড়ি ফেরার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না এলে তাঁকে খুঁজতে বের হন ওই নারীর স্বামী। নিজ বাড়ি থেকে স্ত্রীকে খুঁজতে মহল্লায় বেরিয়ে যান তিনি। পরে গভীর রাতে পরিবারের খোঁজাখুঁজির পর তাঁকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার এক বর্ণনায় ভুক্তভোগী সাংবাদিকদের জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক একটি ক্ষুদ্রঋণের ১০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দেন সাহেদ ও সুমন এবং তাঁকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করেন। অপর অভিযুক্ত ইউসুফের সহযোগিতায় পালাক্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা এবং নাক ও কানের স্বর্ণের অলংকার ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বলেন, ‘অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি।’ তিনি জানান, পুলিশের পক্ষ থেকে সব অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
বোরহানউদ্দিন (ভোলা): ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ছিনতাই ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মামলায় সাহেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে উপজেলা থানা–পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৩ জুন) আনুমানিক রাত ৮টায় উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূকে (৩৫) বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় স্থানীয় সাহেদ, সুমন এবং ইউসুফসহ অজ্ঞাত কয়েকজন। এরপর একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ ও নির্যাতন করে অচেতন অবস্থায় রেখে তাঁরা পালিয়ে যান।
জানা যায়, বাড়ি ফেরার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না এলে তাঁকে খুঁজতে বের হন ওই নারীর স্বামী। নিজ বাড়ি থেকে স্ত্রীকে খুঁজতে মহল্লায় বেরিয়ে যান তিনি। পরে গভীর রাতে পরিবারের খোঁজাখুঁজির পর তাঁকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার এক বর্ণনায় ভুক্তভোগী সাংবাদিকদের জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার পরিবার উন্নয়ন সংস্থা কর্তৃক একটি ক্ষুদ্রঋণের ১০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তায় ব্যারিকেড দেন সাহেদ ও সুমন এবং তাঁকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করেন। অপর অভিযুক্ত ইউসুফের সহযোগিতায় পালাক্রমে তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা এবং নাক ও কানের স্বর্ণের অলংকার ছিনিয়ে নিয়ে তাঁরা পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বলেন, ‘অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে আটক করেছি।’ তিনি জানান, পুলিশের পক্ষ থেকে সব অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
মিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
৯ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২৭ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩১ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৪২ মিনিট আগে