নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সিঁধ কেটে ঘরে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা হৃদয় হালদার (২৫) নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটক হৃদয় হালদার ওই উপজেলার রতন হালদারের ছেলে।
জানা যায়, গত ২১ মার্চ গভীর রাতে হৃদয় ওই দিনমজুরের ঘরে প্রবেশ করে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশান। রাতে ঘরের সবাই খাবার খেলেও দিনমজুরের স্ত্রী খাবার না খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে হৃদয় ওই ঘরে সিঁধ কেটে ঢুকে টাকাপয়সা চুরি করেন। এ সময় গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁকে বাড়ির সামনে রাস্তায় রেখে হৃদয় পালিয়ে যান। পরে লোকলজ্জা ও হৃদয়ের ভয়ে পরিবারটি অভিযোগ করেনি। অব্যাহত হুমকি এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তাঁকে ধরে চৌকিদারের মাধ্যমে পুলিশের কাছে দেয়।
ভুক্তভোগীর স্বামী জানান, তাঁরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ায় পরিবারের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এ সময় পেছনের দিকে সিঁধ কেটে হৃদয় ঘরে ঢুকে টাকা চুরি করেন। পরে তাঁর স্ত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
তিনি বলেন, ‘এত দিন আমাদের ভয়ভীতি দেখিয়ে কোনো জায়গায় অভিযোগ দিতে দেয়নি। এখন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে। সোমবার স্থানীয়ের সহায়তায় তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোজ কুমার ঢালী বলেন, ওদের (হৃদয়) দলের একাধিক লোক এলাকায় নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনাসহ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। ওই পরিবার থানায় আসছে। জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়দের কাছে যুবক অপরাধ স্বীকার করলেও পুলিশ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় কাজ চলবে।
পিরোজপুরের নেছারাবাদে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সিঁধ কেটে ঘরে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা হৃদয় হালদার (২৫) নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আটক হৃদয় হালদার ওই উপজেলার রতন হালদারের ছেলে।
জানা যায়, গত ২১ মার্চ গভীর রাতে হৃদয় ওই দিনমজুরের ঘরে প্রবেশ করে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশান। রাতে ঘরের সবাই খাবার খেলেও দিনমজুরের স্ত্রী খাবার না খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে হৃদয় ওই ঘরে সিঁধ কেটে ঢুকে টাকাপয়সা চুরি করেন। এ সময় গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁকে বাড়ির সামনে রাস্তায় রেখে হৃদয় পালিয়ে যান। পরে লোকলজ্জা ও হৃদয়ের ভয়ে পরিবারটি অভিযোগ করেনি। অব্যাহত হুমকি এবং বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তাঁকে ধরে চৌকিদারের মাধ্যমে পুলিশের কাছে দেয়।
ভুক্তভোগীর স্বামী জানান, তাঁরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ায় পরিবারের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এ সময় পেছনের দিকে সিঁধ কেটে হৃদয় ঘরে ঢুকে টাকা চুরি করেন। পরে তাঁর স্ত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
তিনি বলেন, ‘এত দিন আমাদের ভয়ভীতি দেখিয়ে কোনো জায়গায় অভিযোগ দিতে দেয়নি। এখন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে। সোমবার স্থানীয়ের সহায়তায় তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনোজ কুমার ঢালী বলেন, ওদের (হৃদয়) দলের একাধিক লোক এলাকায় নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনাসহ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। ওই পরিবার থানায় আসছে। জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়দের কাছে যুবক অপরাধ স্বীকার করলেও পুলিশ তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় কাজ চলবে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৪ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে