Ajker Patrika

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৮: ৪২
পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলায় আহত ৫

পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে হামলায় দলের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সকালে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পৌর শহরের স্বনির্ভর সড়কে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছিল দলের নেতা-কর্মীরা। এ সময় পৌর শহরের স্বনির্ভর সড়কে হামলা চালানো হয়। পরে তাঁদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এ ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, ‘পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাদের সমাবেশ পণ্ড করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সমাবেশে এই হামলা চালিয়েছে। তাতে আমাদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

তবে এই অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা নিজেরা নিজেরাই এই ঝামেলা করেছে।’

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা। ছবি: সংগৃহীতএ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসনসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। পাশাপাশি সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত