ভোলা প্রতিনিধি
ভোলায় বাস খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় বাসটি খাদে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।
এসআই শেখ ফরিদ উদ্দিন জানান, আজ দুপুরের দিকে ভোলা থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল জমাদ্দার পরিবহনের একটি বাস। বেলা ১টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ও ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও সহকারীও গুরুতর আহত হয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
ভোলায় বাস খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় বাসটি খাদে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।
এসআই শেখ ফরিদ উদ্দিন জানান, আজ দুপুরের দিকে ভোলা থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল জমাদ্দার পরিবহনের একটি বাস। বেলা ১টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ও ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও সহকারীও গুরুতর আহত হয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের এক কোণে বসে অঝোরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বালা দাস। তিনি নগরীতে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত অজিত দাসের স্ত্রী। আজ সোমবার ভোরে নগরীর সিটি গেট এলাকায় থেমে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপের সংঘর্ষ ঘটে।
১২ মিনিট আগেভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরানোর পর এবার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার একমাত্র চর মাঝিয়ালির বাসিন্দারা চলাচলের জন্য অবশেষে একটি নৌকা পেয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরবাসীদের হাতে নৌকা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন আজ সোমবার ৪৭ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৬ শিক্ষার্থী। সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব...
৪০ মিনিট আগে