Ajker Patrika

ভোলায় ৩৫ যাত্রী নিয়ে বাস খাদে

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ৪১
ভোলায় ৩৫ যাত্রী নিয়ে বাস খাদে

ভোলায় বাস খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় বাসটি খাদে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল। 

এসআই শেখ ফরিদ উদ্দিন জানান, আজ দুপুরের দিকে ভোলা থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল জমাদ্দার পরিবহনের একটি বাস। বেলা ১টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ও ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩৫ যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির চালক ও সহকারীও গুরুতর আহত হয়েছেন। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত