Ajker Patrika

দুমকিতে বিএনপি-আ.লীগের বিক্ষোভকে ঘিরে ১৪৪ ধারা জারি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৩: ৩৪
দুমকিতে বিএনপি-আ.লীগের বিক্ষোভকে ঘিরে ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর দুমকিতে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টায় মাইকিং করে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

জানা গেছে, দুমকি উপজেলা বিএনপির একাংশ আজ সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে। একই সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। 

দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান শিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান জানান, ১৪৪ ধারা জারি করায় তাঁদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশে সংঘাতের আশঙ্কায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত