দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টায় মাইকিং করে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা গেছে, দুমকি উপজেলা বিএনপির একাংশ আজ সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে। একই সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান শিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান জানান, ১৪৪ ধারা জারি করায় তাঁদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশে সংঘাতের আশঙ্কায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পটুয়াখালীর দুমকিতে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ৬টায় মাইকিং করে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা গেছে, দুমকি উপজেলা বিএনপির একাংশ আজ সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে। একই সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান শিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান জানান, ১৪৪ ধারা জারি করায় তাঁদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা পাল্টাপাল্টি সমাবেশে সংঘাতের আশঙ্কায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৬ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৬ মিনিট আগে