Ajker Patrika

চরফ্যাশনে পরিকল্পিতভাবে গৃহবধূকে হত্যার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশনে পরিকল্পিতভাবে গৃহবধূকে হত্যার অভিযোগ

ভোলার চরফ্যাশনে কৃষি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গৃহবধূকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। আজ শনিবার রাত ২টায় চরফ্যাশন উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড হরিবাড়ি সংলগ্ন গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা-পুলিশ ঝুলন্ত। 

নিহত গৃহবধূর নাস সাসাতি রায় চৈতি। তিনি বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত কৃষি উপসহকারী কর্মকর্তা মনোজ কুমার চন্দ্র মজুমদার শাওনের স্ত্রী। গৃহবধূর বাবার বাড়ি চরফ্যাশন উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে। তিনি চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের দ্বিতীয় মেয়ে। 

এ ঘটনায় পুলিশ শ্বশুর সমির চন্দ্র মজুমদার ও স্বামী মনোজ কুমার চন্দ্র মজুমদার শাওনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম খান। তিনি বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাসাতি রায় চৈতির সিলিং ফ্যান থেকে শাড়ি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এটি একটি পরিকল্পিত হত্যা দাবি করে ওই গৃহবধূর বাবা সুভাষ চন্দ্র রায় বলেন, ‘আমার মেয়ে মাস্টার্সের ছাত্রী। সমির চন্দ্রের ছেলে শাওনের সঙ্গে এক বছর পূর্বে আমার মেয়েকে বিয়ে দেই। আমার মেয়েকে তাঁর শ্বশুর, শাশুড়ি ও স্বামী দীর্ঘ দিন ধরে যৌতুকের দাবি করে অত্যাচার নির্যাতন করে আসছে। তাঁরা যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি দেশের প্রচলিত আইনে এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’ 

এদিকে আটককৃত শ্বশুর সমির চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের এক প্রতিবেশী মেয়ের বিয়ে হলে শুক্রবার তাঁকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলে শাওনের সঙ্গে তজুমদ্দিন উপজেলায় ওই বিয়ের অনুষ্ঠানে পুত্রবধূ যেতে চাইলে ভাঙা রাস্তার কারণে আমার ছেলে তাঁকে নিয়ে যায়নি।’ 

স্বামী শাওন মুজমদার বলেন, ‘আমি বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় বাসায় ফিরে একাধিকবার দরজা নকড দেই। পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সে আত্মহত্যা করেছে।’ 

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলার এজাহার জমা দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। 

চরফ্যাশন থানার ওসি তদন্ত রিপন সাহা বলেন, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ভোলায় ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত