Ajker Patrika

স্ত্রী ছেড়ে যাওয়ায় জীবন্ত কবরে বসবাসের চেষ্টা, উদ্ধার করলেন স্থানীয়রা

ঝালকাঠি প্রতিনিধি
স্ত্রী ছেড়ে যাওয়ায় জীবন্ত কবরে বসবাসের চেষ্টা, উদ্ধার করলেন স্থানীয়রা

ভালোবেসে বিয়ে করার পরও স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে। আর সেই দুঃখে নিজেই কবর খুঁড়ে তার মধ্যে ঠাঁই নেওয়ার চেষ্টা করেছেন কাবিল ফকির (৩৮) নামে এক যুবক। পরে এলাকাবাসী তাঁকে কবর থেকে উদ্ধার করে ঘরে তুলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলছে, নিজে কবর খুঁড়ে, বাঁশ কেটে জীবন্ত কবরের ভেতর অবস্থান নিতে চেষ্টা চালায় ওই যুবক। কাবিল ফকির পেশায় একজন কাঠমিস্ত্রি। কয়েক বছর আগে ঈশ্বরকাঠি গ্রামের রসূল ফকিরের ছেলে মো. কাবিল ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। এর কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। তবে আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি। তবে কয়েক মাস আগে প্রথম পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আসমা তাদের তিন বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। পরে তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও ব্যর্থ হন কাবিল। আর এ কারণেই জীবন্ত কবরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কাবিল।

এদিকে খবর পেয়ে সাংবাদিকেরা গেলে কাবিল তাদের বলেন, ‘ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরে যাব। আর বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চাই না।’

এ ব্যাপারে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আবদুল হক বলেন, ‘কাবিল কিছুটা মানুষিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানা রকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত