পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাটার পাশে কচুরিপানার ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। এ ঘটনায় নিহতের স্বামী, শাশুড়িসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
আজ শনিবার সকালে উপজেলার কানুয়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। পরে পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি ফোনকল থেকে হত্যার ঘটনা জানার পরই থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।
নিহত গৃহবধূর নাম সাদিয়া আক্তার মুক্তা (২৮)। তিনি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী এবং উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটকেরা হলেন নিহত গৃহবধূর স্বামী মুনিম জমাদ্দার (৩০), শাশুড়ি ছবি আক্তার এবং শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজীব নামের তিন যুবক।
নিহত মুক্তার বাবা মজিবুর রহমান মুন্সি আজকের পত্রিকাকে জানান, বছরখানেক আগে মুনিম জমাদ্দারের সঙ্গে তাঁর মেয়ে মুক্তার বিয়ে হয়। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারণে মুক্তাকে তাঁর স্বামী মারধর করেন। এরপর মুক্তা তাঁর বাবার বাড়ি চলে আসেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মুনিম গিয়ে মুক্তাকে আবার তাঁদের বাড়ি নিয়ে আসেন। পরে মুক্তাকে হত্যা করে ইটভাটার পাশে কচুরিপানার ভেতর লুকিয়ে রেখে লাশ গুমের চেষ্টা করেছেন।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভাটার পাশে কচুরিপানার ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। এ ঘটনায় নিহতের স্বামী, শাশুড়িসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
আজ শনিবার সকালে উপজেলার কানুয়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। পরে পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি ফোনকল থেকে হত্যার ঘটনা জানার পরই থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।
নিহত গৃহবধূর নাম সাদিয়া আক্তার মুক্তা (২৮)। তিনি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী এবং উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটকেরা হলেন নিহত গৃহবধূর স্বামী মুনিম জমাদ্দার (৩০), শাশুড়ি ছবি আক্তার এবং শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজীব নামের তিন যুবক।
নিহত মুক্তার বাবা মজিবুর রহমান মুন্সি আজকের পত্রিকাকে জানান, বছরখানেক আগে মুনিম জমাদ্দারের সঙ্গে তাঁর মেয়ে মুক্তার বিয়ে হয়। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারণে মুক্তাকে তাঁর স্বামী মারধর করেন। এরপর মুক্তা তাঁর বাবার বাড়ি চলে আসেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মুনিম গিয়ে মুক্তাকে আবার তাঁদের বাড়ি নিয়ে আসেন। পরে মুক্তাকে হত্যা করে ইটভাটার পাশে কচুরিপানার ভেতর লুকিয়ে রেখে লাশ গুমের চেষ্টা করেছেন।
সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
১১ মিনিট আগেঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
১ ঘণ্টা আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে