নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে বন্ধু আল-আমিন (৪২) সিকদারের কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন মো. সোহাগ মিয়া (৩৮)। কিন্তু মোটরসাইকেলটি চোরাই বুঝতে পেরে ফেরত দিয়ে সোহাগ টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় আল-আমিন লাঠি দিয়ে সোহাগ মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার স্বরূপকাঠি পৌরশহরের ঘনমান এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আল-আমিন সিকদার।
আহত সোহাগ মিয়া অভিযোগ করেন, তিনি কয়েক বছর পূর্বে এলাকার আল-আমিন সিকদার নামে এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন। সোহাগ মিয়া সেই মোটরসাইকেলের কাগজ চাইলে আল-আমিন তাঁকে আজকাল বলে গাড়ির কাগজ দিচ্ছিলেন না। পরে সোহাগ জানতে পারেন মোটরসাইকেলটি চোরাই মাল। একসময় সোহাগ আল-আমিনকে মোটরসাইকেল ফেরত দিয়ে দিলেও আল-আমিন তাকে গাড়ির টাকা ফেরত দিচ্ছিলেন না।
শুক্রবার সোহাগ মিয়া আল-আমিনের কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্য বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সিকদার সোহাগকে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এ সময় আল-আমিনের সঙ্গে থাকা রুহুল সিকদার, শান্ত সিকদার, মানিক সোহাগের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আল-আমিন সিকদার লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। এতে সোহাগ মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন।
সোহাগের অভিযোগ, আল-আমিন এলাকায় চোরাই গাড়ি বিক্রিসহ নানা অপকর্মে লিপ্ত।
প্রত্যক্ষদর্শী মো. সালেক মিয়া বলেন, ‘আমি এশার নামাজের পর রাস্তার পাশে চা খাচ্ছিলাম। এ সময় আওয়াজ শুনে কাছে গিয়ে দেখি স্থানীয় সৈয়দ মিয়ার ছেলেকে একই এলাকার আল-আমিনের নেতৃত্বে সোহাগকে মারধর করা হচ্ছে। তখন আমরা স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
অভিযোগ অস্বীকার আল-আমিন সিকদার বলেন, ‘সোহাগ আমার কাছ থেকে কোনো গাড়ি কেনেনি। সে এলাকার একজন চিহ্নিত মাতাল। সোহাগ সর্বদা নেশা করে রাস্তায় যা ইচ্ছা করে বেড়ায়। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলে তাঁকে মারধর করে বেড়ায়। শুক্রবার সোহাগ নেশা করে এলাকার ছোট ভাইদের তেড়ে এসে মারধর শুরু করে। এ সময় ছুটে এসে সোহাগকে থামতে বললে সে আরও উত্তেজিত হয়ে পড়ে, তখন তাঁকে কয়েকটা চড় থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু নয়।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ, এম শাহিন বলেন, ‘শুনেছি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে একটা মারামারি হয়েছে। আহত সোহাগের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পিরোজপুরের নেছারাবাদে বন্ধু আল-আমিন (৪২) সিকদারের কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন মো. সোহাগ মিয়া (৩৮)। কিন্তু মোটরসাইকেলটি চোরাই বুঝতে পেরে ফেরত দিয়ে সোহাগ টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় আল-আমিন লাঠি দিয়ে সোহাগ মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার স্বরূপকাঠি পৌরশহরের ঘনমান এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আল-আমিন সিকদার।
আহত সোহাগ মিয়া অভিযোগ করেন, তিনি কয়েক বছর পূর্বে এলাকার আল-আমিন সিকদার নামে এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন। সোহাগ মিয়া সেই মোটরসাইকেলের কাগজ চাইলে আল-আমিন তাঁকে আজকাল বলে গাড়ির কাগজ দিচ্ছিলেন না। পরে সোহাগ জানতে পারেন মোটরসাইকেলটি চোরাই মাল। একসময় সোহাগ আল-আমিনকে মোটরসাইকেল ফেরত দিয়ে দিলেও আল-আমিন তাকে গাড়ির টাকা ফেরত দিচ্ছিলেন না।
শুক্রবার সোহাগ মিয়া আল-আমিনের কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্য বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল-আমিন সিকদার সোহাগকে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এ সময় আল-আমিনের সঙ্গে থাকা রুহুল সিকদার, শান্ত সিকদার, মানিক সোহাগের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আল-আমিন সিকদার লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। এতে সোহাগ মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন।
সোহাগের অভিযোগ, আল-আমিন এলাকায় চোরাই গাড়ি বিক্রিসহ নানা অপকর্মে লিপ্ত।
প্রত্যক্ষদর্শী মো. সালেক মিয়া বলেন, ‘আমি এশার নামাজের পর রাস্তার পাশে চা খাচ্ছিলাম। এ সময় আওয়াজ শুনে কাছে গিয়ে দেখি স্থানীয় সৈয়দ মিয়ার ছেলেকে একই এলাকার আল-আমিনের নেতৃত্বে সোহাগকে মারধর করা হচ্ছে। তখন আমরা স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
অভিযোগ অস্বীকার আল-আমিন সিকদার বলেন, ‘সোহাগ আমার কাছ থেকে কোনো গাড়ি কেনেনি। সে এলাকার একজন চিহ্নিত মাতাল। সোহাগ সর্বদা নেশা করে রাস্তায় যা ইচ্ছা করে বেড়ায়। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলে তাঁকে মারধর করে বেড়ায়। শুক্রবার সোহাগ নেশা করে এলাকার ছোট ভাইদের তেড়ে এসে মারধর শুরু করে। এ সময় ছুটে এসে সোহাগকে থামতে বললে সে আরও উত্তেজিত হয়ে পড়ে, তখন তাঁকে কয়েকটা চড় থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু নয়।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ, এম শাহিন বলেন, ‘শুনেছি পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে একটা মারামারি হয়েছে। আহত সোহাগের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
৩০ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
২ ঘণ্টা আগে