Ajker Patrika

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই প্রধান কাজ: ত্রাণ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই প্রধান কাজ: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’

মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।

জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত