Ajker Patrika

ভোলা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ভোলা সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।

ইরফান মাহমুদ বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে ওই আসামিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁকে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালের দিকে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে মো. শফিউল আলম শফিসহ দুজনকে গাঁজাসহ আটক করে। আটক অপর ব্যক্তি হলেন বদিউল আলম বদিশা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই দিন সন্ধ্যার দিকে তাঁদের ভোলা জেলা কারাগারে নেওয়া হয়।

ভোলা জেলা কারাগারের সুপার মো. শওকত হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান, সকালের দিকে শফিউল আলম শফি নামের কয়েদি বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। মৃত কয়েদি শফি কুমিল্লার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে। তাঁকে মাদক মামলায় গতকাল কারাগারে নিয়ে আসা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত