Ajker Patrika

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২০ দিন পর আজ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২০ দিন পর আজ শুরু

সংকট কাটিয়ে ২০ দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের (বিসিপিসিএল) উৎপাদন আজ শুরু হচ্ছে। আজ রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রটির বয়লার চালু করা হয়।

আজ বিকেল ৪টায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো দেশ। পরে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব আজকের পত্রিকাকে বলেন, কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর আজ আবার ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট চালু হচ্ছে। শিগগিরই বাকি ইউনিটটিও চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত