Ajker Patrika

কুয়াকাটা সৈকতে বেড়াতে এসেছিল ৭ বন্ধু, ডুবে ১ জনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে মারা যাওয়া পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে মারা যাওয়া পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটক মারা গেছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় পারভেজ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে পারভেজসহ সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে আসে। আজ সকালে তারা সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামে। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় পারভেজ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। বেলা সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ‘ছেলেটি পানিতে ডুবে যাওয়ার সময় হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে তার কাছে পৌঁছানোর আগেই সে তলিয়ে যায়।’ পারভেজের সঙ্গে আসা সেলিম রেজা বলেন, ‘আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনের লাশ নিয়ে যাব, তা ভাবিনি। খুবই কষ্ট হচ্ছে।’

কলাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের তোড়ে নিখোঁজ পর্যটক পারভেজকে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, সৈকতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত